আসানসোল উপনির্বাচনের আগে বিজেপি পড়ল বড় ভাঙনের মুখে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী। ভোটের সাতদিন আগে বিজেপিতে ভাঙন ও দলবদল নিয়ে জোর তরজা শুরু হয়েছে দু-দলের। একে অপরকে দোষারোপের পালা চলছে নির্বাচনী প্রচারেরর মাঝে।
১২ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচন। বাবুল সুপ্রিয়র দলবদলের ফলে এবার আসানসোল উননির্বাচন হচ্ছে। বিজেপির প্রার্থী হয়েছেন দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর তৃণমূলের প্রার্থী হয়েছেন হেভিওয়েট শত্রুঘ্ন সিনহা। এই ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা।
সম্প্রতি জামুড়িয়ার বীরকুলটি গ্রামে বিজেপিতে বড় ভাঙন দেখা দেয়। জামুড়িয়ার বিধায়ক রাম সিং ও জামুড়িয়া দু-নম্বর ব্লকের সভাপতির উপস্থিতিতে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এই দলবদলের ফলে এলাকায় তৃণমূল অনেক শক্তিশালী হবে বলেই মনে করেন জেলা নেতৃত্ব ও সংশ্লিষ্ট এলাকার তৃণমূল বিধায়ক।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপি নেতা অর্জুন বাউড়ি-সহ শতাধিক বিজেপি কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁরা এদিন তৃণমূলে ফিরে এলেন অর্থাৎ তাঁদের ঘরওয়াপসি হল। তৃণমূলের দাবি, বিজেপি তাঁদের লোভ দেখিয়ে দলে নিয়েছিল। বিজেপিতে গিয়ে এই ক-দিনেই তাঁদের মোহভঙ্গ হয়েছে। তাই তাঁরা ফিরে এলেন তৃণমূলে।