মোদী জমানায় কেন্দ্রের থেকে সবচেয়ে বেশি ঋণ পেয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ শান্তনু সেন ও আবীর রঞ্জন বিশ্বাসের প্রশ্নের জবাবে এই তথ্য দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই তালিকায় প্রথম পাঁচে নেই বাংলা।
২০১৪ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত কেন্দ্রের থেকে পাওয়া ঋণ ও অগ্রিমের মধ্যে মধ্যপ্রদেশের থেকে ৩০,৬৬৩.০৭ কোটি টাকা পাবে কেন্দ্র। তালিকার তৃতীয় স্থানে থাকা কর্ণাটকের থেকে কেন্দ্রের বকেয়া ২৬,৭৩১.৮৭ কোটি টাকা। প্রথম পাঁচে থাকা বাকি তিন রাজ্য হল ডিএমকে শাসিত তামিলনাড়ু (২৭,৫০৫.৭৪ কোটি), কংগ্রেস শাসিত রাজস্থান (২৩,৫৩৭.২৫ কোটি) ও বিজেপির মিত্র স্থানীয় দল ওয়াইএসআর কংগ্রেস শাসিত অন্ধ্রপ্রদেশ (২০,৯৯৪.৪৭ কোটি)।
বাংলা থেকে কেন্দ্রের বকেয়া ২০,০৫৭.৫১ কোটি টাকা। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মোদী জমানায় কেন্দ্রের থেকে সবথেকে বেশি ঋণ ও অগ্রিম পাওয়া রাজ্যগুলির তালিকায় অগ্রাধিকার পেয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিই। সদ্যসমাপ্ত অর্থবর্ষে প্রাপ্তির তালিকায় প্রথম দশে রয়েছে বিজেপি শাসিত কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। আছে এনডিএ শাসিত বিহারও।