বুধবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যাওয়ার কথা ছিল তাঁর। মঙ্গলবার রাতেই পেটের সমস্যায় ভুগছিলেন। তাই এদিন চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি।
অবশেষে একাধিক শারীরিক পরীক্ষার পর অবশেষে অনুব্রত মণ্ডলকে ভর্তির সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে ভর্তি হলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। জানা গিয়েছে, এদিন ৮ সদস্যের মেডিক্যাল টিম প্রায় তিন ঘণ্টা ধরে অনুব্রতর একাধিক শারীরিক পরীক্ষা করে। তারপরই তাঁকে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়। যতদিন না তিনি সুস্থ হচ্ছেন, ততদিন হাসপাতালেই কাটাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
