রাজ্য সরকারের সাফল্যমুকুটে এল নতুন পালক। সেরার সেরা শিরোপা পেল এসএসকেএম হাসপাতাল। রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশ্যালিটি কেয়ার-সহ একাধিক বিষয়কে গুরুত্ব দিয়ে বিশ্বের অন্যতম সেরা হাসপাতালের তালিকায় স্থান করে নিল পিজি বা কলকাতার এসএসকেএম হাসপাতাল। অবশ্য একইসঙ্গে এই তালিকায় স্থান পেয়েছে দিল্লীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস। আন্তর্জাতিক ম্যাগাজিন ‘নিউজ উইক’ ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়ার সরকারি ও বেসরকারি রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশ্যালিটি কেয়ার নিয়ে একটি সমীক্ষা করে। ম্যাগাজিনের গ্লোবাল ইন চিফ ন্যান্সি কুপার এবং সিইও ডঃ ফ্রেডরিখ সওয়াদন্ত তরফে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায়কে এই স্বীকৃতির কথা জানিয়েছেন।
গত ২রা মার্চ তাদের সমীক্ষাটি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইন সমীক্ষায় বলা হয়েছে রোগী পরিষেবার ক্ষেত্রে সর্বোত্তম বিকাশ ঘটিয়েছে, গবেষণার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছে। এবং এই সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৮০ হাজার চিকিৎসক, হাসপাতাল ম্যানেজার এবং হেলথ কেয়ার প্রফেশনাল। তাঁদের বিচারেই এসএসকেএম হাসপাতালকে সেরার তালিকাভুক্ত করা হয়েছে। ‘নিউজ ইউকে’র তরফে যে মেইল এসেছে তাতে প্রাপ্তি স্বীকার করে মণিময়বাবু জানিয়েছেন, “একা কেউ এই সাফল্য আনতে পারে না। হাসপাতালের চিকিৎসক, অধ্যাপক থেকে চতুর্থ শ্রেণির কর্মী সবাই একযোগে কাজ করেছেন বলেই এই সাফল্য। ভাল লাগছে। আগামিদিনে রোগী পরিষেবা ও চিকিৎসা গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম। যেখানে প্রতিটি বিভাগকে সুপার স্পেশ্যালিটি হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। স্পোর্টস মেডিসিন, ক্যানসার গবেষণা, নিউরো অর্থো, ইএনটি এবং হেমাটোলজিতে উৎকর্ষ দেখিয়েছে। করোনাকালে করোনা ভাইরাসের পার্শ্বপ্রতিক্রিয়া এবং মিউকোরমাইকোসিসের উপর গবেষণা দেশের মধ্যে সাড়া ফেলেছিল। আইসিএমআরেরও স্বীকৃতিও পেয়েছে এই হাসপাতাল। এবার ইউরোপ, আমেরিকা, এশিয়ার ২৭টি হাসপাতালের মধ্যে অন্যতম সেরার শিরোপা পেল বাংলার এই হাসপাতাল।