অপরাধীদের শনাক্তকরণ বিলটি লোকসভায় পাস করিয়ে নিল মোদী সরকার। সোমবার বিলটি নিয়ে দীর্ঘ আলোচনার পর ধ্বনি ভোটে সেটি পাস হয় লোকসভায়। এবার বিলটি রাজ্যসভায় পেশ করা হবে।
গতকাল বিলটির বিরুদ্ধে একযোগে আক্রমণ শানায় কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, বামেদের মতো বিরোধী দলগুলি। যদিও বিরোধী শিবিরের আপত্তি ধোপে টেকেনি। সমস্ত বিরোধী দলের অভিযোগ, এই বিলটির ব্যাপক অপব্যবহার হতে পারে। বিলটিকে হাতিয়ার করে মোদী সরকার বিরোধী নেতাদের চাপে রাখার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে ঐক্যবদ্ধ বিরোধী শিবির।
যদিও সেসব অভিযোগ খারিজ করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের তরফে এই বিলের মাধ্যমে তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। তৃণমূলের তরফে বিলটি নিয়ে বক্তব্য রাখেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘সিআরপিসি থেকে পৃথক এটিই প্রথম বিল সম্ভবত। সাব ইন্সপেক্টর পদমর্যাদার অধিকারিক এফআইআর দায়ের করতে পারেন, অথচ এই বিলে নমুনা, মাপজোক নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে হেড কনস্টেবলকে’। স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর প্রশ্ন, নন গেজটেড অফিসারকে কি এই ক্ষমতা দেওয়া সঠিক’?