১২ দিনে ১০ বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। এই মূল্যবৃদ্ধি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। সাংবাদিক সম্মেলনে এই ভাষাতেই গর্জে উঠলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘ভোটের সময় একদিনও দাম বাড়েনি পেট্রল, ডিজেলের। আর তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লাগামহীনভাবে লাগাতার দামবৃদ্ধি হয়েছে। এই সিদ্ধান্ত রাজনৈতিক ছাড়া কিছুই নয়’।
প্রসঙ্গত, পেট্রোপণ্যের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদে চলতি সপ্তাহেই কলকাতায় মহামিছিল করেছে তৃণমূলের যুব-ছাত্র ও মহিলা নেতৃত্ব। দিল্লিতে সংসদের বাইরে ও ভিতরেও সমানভাবে বিরোধিতার সুর চড়িয়েছেন সাংসদরা। তবে এই মুহূর্তে পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া হয়ে ওঠায় নতুন করে প্রতিবাদের সুর বাঁধছে তৃণমূল, তা স্পষ্ট কুণাল ঘোষের বক্তব্যে।
এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘লাগাতার ১২ দিন ধরে দাম বাড়িয়ে আমজনতার উপর চাপ ক্রমশ বাড়িয়েই যাচ্ছে। ভোটের সময় তো একবারও বাড়ল না পেট্রল-ডিজেলের দাম। আর এখন এইভাবে টানা কেন বেড়ে গেল’? তাঁর আরও বক্তব্য, ‘মনে রাখুন, বিজেপিকে ভোট দেওয়া মানেই কিন্তু তেলের দামবৃদ্ধি, বিজেপিকে ভোট দেওয়া মানেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, বিজেপিকে ভোট দেওয়া মানেই আমজনতার উপর প্রতিনিয়ত বোঝা চাপিয়ে দেওয়া’।
প্রসঙ্গত, পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা ও ডিজেলের দাম লিটারে ৮০ পয়সা বেড়েছে শুক্রবার রাত থেকে। এই মূল্যবৃদ্ধির ফলে শনিবার কলকাতায় পেট্রলের লিটার পিছু দাম দাঁড়াল ১১২ টাকা ১৯ পয়সা ও ডিজেল হল লিটার প্রতি ৯৭ টাকা ০২ পয়সা।