এবার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে বড় সাফল্য পুলিশের। শুক্রবার বোকারো থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কোলেবার সিং।
প্রসঙ্গত, ১৩ মার্চ বিকেলে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন তপন। ঝাড়খণ্ডের একটি নার্সিংহোমে রাতেই মৃত্যু হয় তাঁর। পুলিশের অনুমান, তপনকে খুনের পিছনে কোলেবারই ছিল মূল মাথা। খুনের ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল সে। জানা গিয়েছে, পড়শি রাজ্যে লুকিয়েছিল। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এও জানা গিয়েছিল অবস্থান বদল করছে কোলেবার। এদিন তাকে শেষ পর্যন্ত ধরল পুলিশ।
