এবার বিজেপি শাসিত কর্ণাটকের বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার হতে হল বাংলার এক নার্সকে! জানা গিয়েছে, দিল্লী থেকে আসা চার সাঁতারু নির্যাতন চালিয়েছে তাঁর ওপর। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বেঙ্গালুরুতে একটি বেসরকারি নার্সিংহোমে চাকরি করতেন নির্যাতিতা। অভিযুক্তদের মধ্যে একজন ছিল তাঁর পূর্ব পরিচিত। পুলিশ জানিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল। অভিযুক্ত চারজনই সাঁতারু। নাম রজত, শিবারন, দেব সারোই এবং যোগেশ কুমার। তাঁরা দিল্লীর বাসিন্দা। সাঁতারের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে তারা বেঙ্গালুরুতে এসেছিল।
ঘটনা গত অক্টোবরের ২৪ তারিখের। পুলিশ জানিয়েছে, রজত নামে ছেলেটির সঙ্গে নির্যাতিতার আলাপ ছিল। সেই নিজের ফ্ল্যাটে রাতের খাওয়ার নিমন্ত্রণ করে নির্যাতিতাকে। ফ্ল্যাটে সে সময় আরও তিন জনও ছিল। মেয়েটির আসার পরেই তাঁর ওপর দফায় দফায় নির্যাতন চালায় চার জন। পরের দিনে নির্যাতিতাকে উদ্ধার করে তাঁর এক বন্ধু। সেদিনই অভিযোগ দায়ের করা হয় স্থানীয় সঞ্জয়নগর থানায়। শেষপর্যন্ত বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় থেকে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করে পুলিশ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় মুখ পুড়েছে কর্ণাটকের বিজেপি সরকারের।