এবার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মারের হুমকি দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তথা দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাণ্ডবেশ্বরের বিধায়ককে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘যদি ভেবে থাকেন যে আমাদের কার্যকর্তাদের ভয় দেখাবেন আর মারবেন, তাহলে আপনাকেও বলে রাখছি… মারের বদলা মার হবে। সে যেভাবেই হোক।’
উল্লেখ্য, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই নরেন্দ্রনাথের দাবি, ওই বক্তব্য বেশ কিছুদিন আগের। তিনি পশ্চিম বর্ধমানের প্রাক্তন তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারির দিকেই আঙুল তুলেছেন। জানিয়েছেন, ভিডিয়ো পুরোনো কি না খতিয়ে দেখতে হবে। আমরা নিচু তলার কর্মী। আগে যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন তিনি এখন ও দলে। তখন তো তাঁর নির্দেশেই সব করতাম।’