সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই ফের কর্ণাটকের রাজ্য-রাজনীতিতে শোরগোল। নিজেদের সম্পত্তির বিস্তারিত তথ্য জানতে এবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার স্ত্রীকে নোটিশ দিল আয়কর দফতর। প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র এইচডি রেভান্না বিষয়টি জানিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, এইচডি দেবগৌড়ার স্ত্রী চেন্নাম্মা দেবগৌড়াকে আয়কর দফতর নোটিশ পাঠায়।
এই প্রসঙ্গে কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বলেন, “আয়কর দফতর আমাদের নামে নোটিশ ইস্যু করেছে। আমরা আমাদের জমিতে আখ চাষ করছি। প্রয়োজনে তাদের আসা উচিত, দেখে যাক, ড্রোন দিনে জমি জরিপ করুক।” পাশাপাশি, এরপরই বিজেপিকে কটাক্ষ করে তিনি প্ৰশ্ন তোলেন, “আমার বাবা-মা কি কোটি টাকা কামিয়েছেন? নাকি আমার কোনও নতুন সম্পত্তি কিনেছি। কেন এমনভাবে একটি রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে?”