এপ্রিলেই বদলে যাবে রাজ্যসভার হিসেব-নিকেশ। ২৪ এপ্রিলের পর বাংলা থেকে বিজেপির আর কোনও প্রতিনিধিত্ব থাকবে না রাজ্যসভায়। ওই দিনই মেয়াদ শেষ হচ্ছে বাংলার দুই মনোনীত সাংসদ বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় ও স্বপন দাশগুপ্তের। তাঁদের কেন্দ্র সরকার তথা বিজেপি মনোনীত সদস্য করে ফের রাজ্যসভায় আনবে, তেমন সম্ভাবনাও ক্ষীণ বলেই বিজেপি সূত্রে খবর। বাংলা থেকে আবার নতুন কাউকে রাজ্যসভার মনোনীত সদস্য হিসেবে বিজেপি নিয়ে আসবে কিনা, সে বিষয়টিও এখনও নিশ্চিত নয়।
রাজ্যসভার সাংসদ হিসেবে রূপা নিজের কার্যকালের প্রায় ছ’বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারলেও স্বপনবাবু অবশ্য মাঝে বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ভোটে পরাজিত হওয়ার পরে তাঁকে গত বছর জুনে আবার মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় নিয়ে আসে বিজেপি। নিজেদের কার্যকালের মেয়াদে এই দুই সাংসদকেই বাংলার বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যসভায় সরব হতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই তাঁদের মেয়াদ শেষের পরে রাজ্যসভায় বাংলার বিষয়ে বিজেপির পক্ষ থেকে কথা বলার কেউ থাকবে না। প্রসঙ্গত, রাজ্যসভায় বাংলার ১৬টি আসন থাকলেও তাতে বর্তমানে বিজেপির কোনও জায়গা নেই। ১৬ আসনের মধ্যে ১৩টি আসন রয়েছে তৃণমূলের দখলে। বাকি তিন আসনের মধ্যে দু’টি কংগ্রেসের ও একটি সিপিএমের দখলে।
বস্তুত, চলতি বছর জুড়েই পাল্টাতে থাকবে হিসেব-নিকেশ। সেইসঙ্গে রাজনৈতিক সমীকরণও। এপ্রিল মাসে রাজ্যসভার ১৮ জন সাংসদ অবসর গ্রহণ করতে চলেছেন। তার মধ্যে কংগ্রেসের পাঁচ সাংসদও রয়েছেন। এপ্রিল মাসেই রাজ্যসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ৩৪ থেকে ২৯ হবে। কংগ্রেসের সংখ্যা কমলেই চলতি বাজেট অধিবেশনের পরের বাদল অধিবেশনে রাজ্যসভার বিরোধী দলনেতার পদ তাঁদের হাতছাড়া হওয়ার সম্ভাবনা।