গত ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। গতকাল সোমবার রাষ্ট্রপতি ভবনে প্রাপকদের হাতে পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ভেরিফায়েড টুইটার হ্যান্ডল ও ফেসবুক পেজ থেকে সেসব ছবিও পোস্ট করা হয়েছিল। কিন্তু একটি ছবি নিয়ে আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায়। যা কি না রাষ্ট্রপতি ভবনের ডিজিটাল সেলের ভুল হিসেবেই দেখছেন অনেকে।
অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি কোবিন্দের হাত থেকে পদ্ম সম্মান নিচ্ছেন। অভিনেতার মুখে সেই হাসি। যা বহু সিনেমায় বাঙালির কাছে পরিচিত। কিন্তু ছবির ক্যাপশন দেখেই চোখ কপালে তুলতে হয়! সেখানে লেখা, সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য প্রয়াত কল্যাণ সিংকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান প্রদান।
এ ব্যাপারে সকলেই অবগত যে ডিজিটাল প্রচারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা এই স্তরের নেতারা নিজেরা কেউ করেন না। তাঁদের টিম থাকে। অনেকের মতে, এই ত্রুটি আসলে রাইসিনার সাইবার সেলের। যা বর্তেছে রাষ্ট্রপতির ঘাড়ে।
এবছর বাংলার তিন জন পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় পদ্ম সম্মান ফিরিয়েছিলেন নানান কারণে। সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াতও হয়েছেন। কিন্তু সম্মান প্রদানের পর দেখা গেল বাংলার ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পাশে লেখা হল প্রয়াত কল্যাণ সিংয়ের নাম।