এবার বিজেপির মিথ্যাচারের পর্দাফাঁস করে দিলেন তৃণমূলের সাংসদ ডা. শান্তনু সেন। সোমবার রাজ্য বিধানসভায় অধ্যক্ষের উপস্থিতিতে অধিবেশন কক্ষের মেঝেতে ফেলে বিজেপির বিধায়কেরা যেভাবে তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক অসিত মজুমদারকে মারধর করেন সেই ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্যের সব মহল। একই সঙ্গে শুভেন্দু্র বিরুদ্ধে যেভাবে ঘুঁষি মেরে অসিতবাবুর নাক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সেই ঘটনারও তীব্র নিন্দা করা হয়। রাজ্যজুড়ে তো বটেই সোশ্যাল মিডিয়াতেও ওই দুই ঘটনার তীব্র নিন্দার ঝড় শুরু হওয়ায় কার্যত মুখ পোড়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের। আর তার জেরেই মুখ বাঁচাতে বিজেপির তরফ থেকেও পাল্টা দাবি তোলা হয় যে তাঁদের বিধায়ক মনোজ টিগ্গার পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। সেই দাবি যে কতবড় মিথ্যা এবার সেটাই সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দিয়েছেন শান্তনু সেন।
সোমবার রাতেই শান্তনুবাবু একটি টুইট করেন। টুইটে তিনি লেখেন, ‘বিজেপি সব সময় মিথ্যা কথা বলে। মনোজ টিগ্গার পাঁজরের হাড় ভেঙেছে বলে সুকান্ত মজুমদার দাবি করেছেন। কিন্তু এক জন রেডিয়োলজিস্ট হিসেবে আমি নিশ্চিত করে বলতে পারি, কোনও হাড় ভাঙেনি। অ্যাপোলোর চিকিত্সক এস ভাটিয়া ব্যক্তিগত ভাবে তাঁর পরীক্ষা করেছেন এবং বলেছেন ভর্তির প্রয়োজন নেই। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গুন্ডাগিরির বিষয়টি প্রকাশ্যে এল।’ উল্লেখ্য, মনোজ টিগ্গা শুধু বিজেপির বিধায়কই নয়, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্যসচেতকও। গতকাল সাংবাদিক বৈঠকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, তাঁর রিবের একটি হাড়ে ফ্র্যাকচার হয়েছে। চোট গুরুতর। কিন্তু সুকান্তের ওই দাবি যে সম্পূর্ণ মিথ্যা সেটাই এবার জানিয়ে দিলেন শান্তনু সেন।
