‘এখনও একমাস হয়নি উত্তরপ্রদেশে জিতেছে। পাঁচ দিনে পাঁচ বার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। লোকে কি বিজেপি খাবে?’মঙ্গলবার দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে পেট্রপণ্য, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এই ভাষাতেই বিজেপিকে আরও একবার তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায।
এদিন বিজেপির নাম না করে মমতা বলেন, একটা দল আছে, নির্বাচন এলেই উল্টোপাল্টা বলে ভোট নিয়ে চলে যায়। তারপর ১০-১৫ বছর তাদের দেখা যায় না। আপনাদের দিল্লীর লাড্ডু দেখায়। পাহাড়ের মানুষের দিল্লীর লাড্ডুর দরকার নেই। কারণ আপনাদের দার্জিলিঙের লাড্ডু আছে, কালিম্পঙের লাড্ডু আছে, কার্শিয়ঙের লাড্ডু আছে।
মূল্যবৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে এদিন সরব হবেন তা আন্দাজ করাই যাচ্ছিল। এদিন সকালেই আরও একদফা পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। গতকাল রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করে তিন বছরে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, প্যারাসিটামল অষুধের দাম কোথা থেকে কোথায় গিয়েছে তা তুলে ধরেছিলেন। বলেছিলেন, জুমলাবাজ নরেন্দ্র মোদীর শাসনে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এদিন মমতা বললেন, লোকে কি বিজেপি খাবে?