এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচারণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গাডকরি। মোদী প্রায়শই বলে থাকেন, তাঁদের লক্ষ্য কংগ্রেস-মুক্ত ভারত। কিন্তু তাঁর উল্টো পথে হেঁটে এবার গাডকরি জানিয়ে দিলেন, দেশের গণতন্ত্রের স্বার্থেই চাই শক্তিশালী কংগ্রেস।
দিন কয়েক আগে পুণেয় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘গণতন্ত্র চলে দু’টি চাকার উপরে— শাসক এবং বিরোধী। গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। তাই আমার আন্তরিক ইচ্ছা কংগ্রেস শক্তিশালী হোক। কংগ্রেস যদি দুর্বল হয়ে যায়, তা হলে সেই জায়গা দখল করবে আঞ্চলিক দলগুলি। যা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয়। তাই বিরোধী দলকে শক্তিশালী হতে হবে।’
শুধু তাই নয়। যেখানে দেশের যে কোনও সমস্যার জন্য সুযোগ পেলেই জহরলাল নেহেরুকে কাঠগড়ায় তোলেন মোদী, সেখানে দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে গাডকরি বলেন, ‘এসব ক্ষেত্রে জহরলাল নেহেরু দৃষ্টান্ত তৈরি করেছেন। অটলবিহারী বাজপেয়ী যখন লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন, তখনও নেহেরু তাঁকে সমান সম্মান দিতেন।’ এ যে একপ্রকার মোদীর বিরুদ্ধাচারণ তা বলাই বাহুল্য।