এবার ফের একবার পুলিশের মানবিক মুখ দেখল তিলোত্তমা। সোমবার অবরোধ-বিক্ষোভের জেরে রাস্তায় আটকে পড়েছিল এক দশম শ্রেণির পরীক্ষার্থী। রাস্তায় দাঁড়িয়ে যখন কাঁদছে সেই অসহায় কিশোর, তখনই দেবদূতের ন্যায় উদয় হন যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট সপ্তর্ষি ব্রহ্ম। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পরীক্ষার্থীকে স্কুলে পৌঁছে দেন তিনি। কলকাতা পুলিশের এই মানবিক ভূমিকায় অভিভূত সকলেই। গোটা ঘটনায় কলকাতা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যবাসী।
ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কাঁদছিল সেই স্কুল পড়ুয়া। কারণ জিজ্ঞেস করতে পড়ুয়ার কাছে এগিয়ে আসেন এক যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট। জানতে পারেন, ঢাকুরিয়ার এক স্কুলের দশম শ্রেণির ছাত্র ওই কিশোর। সাড়ে এগারোটায় স্কুলে আইসিএসই প্রি বোর্ড পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অথচ সে সময়মতো পৌঁছতে পারেনি। সবকিছু শুনে আর এক মুহূর্ত দেরি করেননি কর্তব্যরত পুলিশ সার্জেন্ট। নিজের বাইকে বসিয়ে মিনিট পাঁচেকের মধ্যে ওই ছাত্রকে স্কুলে পৌঁছে দেন তিনি। শুধু তাই নয়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষা দেওয়ার জন্য তাকে কিছুটা বাড়তি সময়ও দেওয়ার ব্যবস্থা করে দেন কর্তব্যরত পুলিশকর্মী।
