এবার হরকাবাহাদুর ছেত্রীকে কালিম্পং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দার্জিলিং সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার রিচমন্ড হিলে একে একে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই দেখা করেন তিনি।
উল্লেখ্য, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, গোর্খা জনমুক্তি মোর্চা, নবগঠিত হামরো পার্টি, তৃণমূল কংগ্রেস, জন আন্দোলন পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং পুরসভার ক্ষমতা দখল করা হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডকে গতকাল অভিনন্দনও জানান মমতা।
