‘দার্জিলিং হাসছে, শীঘ্রই অনুষ্ঠিত হবে জিটিএ নির্বাচন’, মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দার্জিলিংয়ে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দার্জিলিংয়ে হিল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে’। অন্যদিকে, এদিন বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, ‘ভোট এলেই একটি রাজনৈতিক দল এখানে আসে’।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘একটি নির্দিষ্ট দল ভোটের আগে ভুল বোঝাতে পাহাড়ে আসে। ভোট হয়ে যাওয়ার পর তাদের আর দেখা পাওয়া যায় না। তারা নির্বাচনের আগে অন্য কথা বলে নির্বাচন পেরিয়ে গেলে অন্য কথা বলে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব, করে দেখিয়ে দিয়েছি’।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দার্জিলিং হাসছে। টুরিস্ট ভর্তি রয়েছে। প্রতিটি হোটেলে পর্যটক রয়েছে। দার্জিলিঙের এমন পরিস্থিতি যে জুন মাসে জায়গাও পাওয়া যাবে না। এই ধরনের পরিস্থিতি অনেক কম হয়। দার্জিলিং হাসছে। অনেক সময় ধরে অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে’।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দার্জিলিংয়ে হিল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে। এছাড়াও কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস গড়ে তোলা হবে’। তিনি আরও বলেন, ‘যাঁরা ইউক্রেন থেকে ফিরেছিল তাঁদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে চেয়েছিলাম। কেন্দ্র সেই অনুমতি দেয়নি। বহু পড়ুয়ার জীবনের সঙ্গে ছিনিমিনি খেলছে কেন্দ্র’। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আমি চাই সকলে হাসতে থাকুক। সকলে খুশি থাকুক। সেই লক্ষ্যে মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব’।