বিধানসভা গন্ডগোল করার জন্য নয়। আপনারা অধিবেশন চলতে দিচ্ছেন না। এবার ঠিক এই ভাষাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভর্ৎসনা করলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
সোমবার এই পর্বের বিধানসভা অধিবেশনের শেষ দিন। এদিন অধিবেশন শুরু হতেই বক্তব্য রাখতে ওঠেন বিরোধী দলনেতা। পানিহাটি, ঝালদা থেকে রামপুরহাট কাণ্ড নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, ‘রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভা অন্তত ২ ঘণ্টা আলোচনা হওয়া উচিত ছিল। কিন্ত তা হয়নি। লোকসভা বা বিধানসভা চললে সরকারের তরফে বলা উচিত। কিন্তু সরকার বিধানসভাকে এড়িয়ে যাচ্ছে।’
শুভেন্দুর কথা শেষ হতে না হতেই স্পিকার বলে ওঠেন, ‘আপনাদের নির্দিষ্ট সময় ছিল। সেইসময় আপনি ১৮৫ দিয়ে আলোচনা করতে পারতেন। কিন্তু আপনি কোনওদিন তা করেননি। আপনি হাউজে এসেও কথা বলেননি। আপনি হাউজে উপস্থিত থেকেও, আইনের পথে না গিয়ে প্রতিদিন গন্ডগোল, বিক্ষোভ, অশান্তি করেছেন।’ স্পিকার তিরস্কার করে বলেন, ‘আপনারা অধিবেশন চলতে দেননি। বিধানসভা শুধু গন্ডগোল করার জায়গা নয়।’