সোমবার বিধানসভায় ধস্তাধস্তির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ তুলেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এছাড়া বেশ কয়েকজন শাসকদলের বিধায়ক আহত হয়েছেন এদিনের ঘটনায়। এ নিয়ে পাহাড় থেকেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিলেন তিনি।
প্রসঙ্গত, রবিবার ৬ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তার দ্বিতীয় দিন। সূত্রের খবর, বিধানসভায় হাতাহাতির খবর পেয়ে সেখান থেকেই এদিন ফিরহাদ হাকিমকে ফোন করেন মমতা। খোঁজ নেন বিধানসভার পরিস্থিতির। সেখানে ঠিক কী হয়েছে তা জানার পর গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গোটা ঘটনা শুনে ফিরহাদকে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছেন তিনি। এমনটাই জানা গিয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ সূত্রে।
বিধানসভায় এদিন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে কাঁদতে দেখা গেছে। অধিবেশন কক্ষে ধুন্ধুমার হয়ে যাওয়ার পর বাইরে এসে সাংবাদিক সম্মেলন করছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। দেখা যায় ফিরহাদের কথার মাঝেই দেখা যায় অসিত মজুমদার কাঁদছেন। এরপর তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওরা আমাদের মহিলাদের গায়ে হাত দিচ্ছিল। আমি গিয়ে বললাম মহিলাদের গায়ে হাত দিচ্ছ কেন। তখন শুভেন্দু টেনে আমায় একটা ঘুষি মেরেছে।’