দুদিনের ভারত বনধের ডাক দিয়েছে বামেরা। সোমবার তার প্রথম দিন। বনধ সফল করতে পথে নেমেছেন বাম কর্মীরা। তবে শহরের জনজীবনের ওপর কোনও প্রভাব পড়েনি। দোকানপাট খোলা রয়েছে। চলছে বাস, ট্রাম, ট্রেনও। অফিসকাছারিতেও অন্যান্য দিনের মতো স্বাভাবিক হাজিরা রয়েছে।
এই রাজ্যে বনধে জনজীবন স্বাভাবিক রাখার জন্য আগে থেকেই একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে দু’দিন রাজ্য সরকার এবং সরকারের অনুদানে চলা সমস্ত প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। সব কর্মচারীর অফিসে আসা বাধতামূলক। অফিসে যোগদান করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ওই দু দিন বিশেষ কারণ ছাড়া কারও ছুটি মঞ্জুর করা হবে না।
সেই মতো সকাল থেকে রাস্তায় মোতায়েন পুলিশ। বনধ সমর্থনকারীদের জমায়েত দেখলেই হটিয়ে দেন তাঁরা। অফিস টাইমে বেরিয়ে মিলছে যান বাহন। সকালের দিকে ট্রেন অবরোধ হলেও এখন ফের স্বাভাবিক হয়ে গেছে তা।
তবে শহরের বুকে বিক্ষিপ্ত কয়েকটা অশান্তির খবর মিলেছে। কোথাও মিছিল, কোথাও অবরোধ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। গোলপার্কে গার্ডরেল দিয়ে রাস্তা অবরোধ করেন বাম সমর্থকরা, এমনকি টায়ার জ্বালানো হয়। তবে কোনও ক্ষেত্রেই পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেয়নি পুলিশ।