এর আগে একাধিকবার ক্রিপ্টোর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে রিজার্ভ ব্যাঙ্ক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। অবশেষে এবার ক্রিপ্টোকারেন্সির উপর ট্যাক্স বিধি আরও কঠোর করতে চলেছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের তরফে ২০২২-এর অর্থ বিলে এই প্রস্তাব আনা হয়েছে। রেজোলিউশনে বলা হয়েছে, ডিজিটাল সম্পদ থেকে প্রাপ্ত আয় দিয়ে ভার্চুয়াল ডিজিটাল সম্পদ স্থানান্তরের ক্ষতি পোষানো যাবে না।
অর্থ বিল অনুযায়ী, ভার্চুয়াল ডিজিটাল সম্পদ যে কোনও কোড বা নম্বর বা টোকেন হতে পারে। যা স্থানান্তর করা যাবে। এই সম্পদ নিজের কাছে রাখা যেতে পারে কিংবা ইলেকট্রনিকভাবে ব্যবসা করারও অনুমতি দেওয়া হবে। কিন্তু একটা ভার্চুয়াল ডিজিটাল সম্পদের আয় থেকে অন্য একটা ভার্চুয়াল ডিজিটাল সম্পদের ক্ষতি পোষানো যাবে না। ইতিমধ্যেই অর্থ বিলের এই প্রতিলিপি লোকসভার সাংসদদের দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি বাজেটে ঘোষণা করা হয়েছে, ক্রিপ্টো থেকে আয়ের উপর ৩০ শতাংশ ট্যাক্স বসছে। এপ্রিল মাস থেকেই এই নিয়ম লাগু হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি-র তরফ থেকে জানানো হয়েছে এপ্রিল মাস থেকেই ক্রিপ্টোকারেন্সির উপর আয়ের উপর ট্যাক্স বসানো হবে। এছাড়া যে কোনও লেনদেনের উপর ১ শতাংশ টিডিএস কাটা হবে বলেও জানানো হয়েছে।