বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ তুলেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এছাড়া বেশ কয়েকজন শাসকদলের বিধায়ক আহত হয়েছেন এই গোলমালে। বিধানসভায় এমন ঘটনা নিয়ে পাহাড় থেকে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ৬ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রবিবার। আজ তার দ্বিতীয় দিন। সূত্রের খবর, সেখান থেকে এদিন ফিরহাদ হাকিমকে ফোন করেন মমতা। খোঁজ নেন বিধানসভার পরিস্থিতির। সেখানে ঠিক কী হয়েছে জানতে চান দিদি। গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিধানসভায় এদিন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে কাঁদতে দেখা গেছে। অধিবেশন কক্ষে ধুন্ধুমার হয়ে যাওয়ার পর বাইরে এসে সাংবাদিক সম্মেলন করছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। দেখা যায় পাশেই রয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। যিনি বিধানসভা ভোটে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন।
ববি হাকিমের কথার মাঝেই দেখা যায় অসিত মজুমদার কাঁদছেন। এরপর তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওরা আমাদের মহিলাদের গায়ে হাত দিচ্ছিল। আমি গিয়ে বললাম মহিলাদের গায়ে হাত দিচ্ছ কেন। তখন শুভেন্দু টেনে আমায় একটা ঘুষি মারল। শুভেন্দু নিজে আমায় মেরেছে’।