অব্যাহত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। মাথায় হাত সাধারণ মানুষের। মাত্র পাঁচদিনে লাগাতার চারবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। তবুও কেন নির্বিকার কেন্দ্র। সপ্তাহখানেক আগে যে জ্বালানি জ্বালা শুরু হয়েছিল তা অব্যাহত থাকল রবিবারও। এদিন ফের ৫০ থেকে ৫৮ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। রবিবার সকাল ছ’টা থেকে নয়া দাম কার্যকর হয়েছে। এদিন দিল্লীবাসীকে এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হচ্ছে ৯৯.১১ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হল ৯০.৪২ টাকা। আজ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ৫৩ পয়সা। শহরে ডিজেলের দাম বেড়ে হল ৯৩ টাকা ৫৭ পয়সা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫২ ও ৫৫ পয়সা। মুম্বইয়ে আরও মহার্ঘ্য পেট্রোল। বাণিজ্যনগরীতে ১১৩.৮৮ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রোল। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৮.১৩ টাকা।
উল্লেখ্য,গত বছর ২রা নভেম্বর শেষবার দেশজুড়ে বেড়েছিল জ্বালানি মূল্য। এরপর লাগাতার বিক্ষোভ, প্রতিবাদের জেরে কেন্দ্র সরকার জ্বালানি মূল্যের উপর শুক্ল কমানোর সিদ্ধান্ত নেয়। যাতে সাময়িক স্বস্তি ফেরে মধ্যবিত্তের। কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই নতুন করে বাড়তে শুরু করে পেট্রোপণ্যের দাম। এই নিয়ে চলতি সপ্তাহে পাঁচবার বাড়ল পেট্রোলের দাম। শুধু পেট্রোপণ্য নয়, পাল্লা দিয়ে বেড়েছে এলপিজির দামও। ইতিমধ্যেই সিলিন্ডার প্রতি একলাফে ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম। গতকাল একলাফে বেড়েছে ৮০০টি অতি প্রয়োজনীয় ওষুধের দামও। অর্থাৎ সবদিক থেকেই মধ্যবিত্ত ছ্যাঁকা খাচ্ছে। অথচ, মুখে কুলুপ মোদী সরকারের।
