গত ফেব্রুয়ারি মাসে বেআইনিভাবে সংস্থার তহবিল থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর তারপরেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার তালিকাভুক্ত কোনও পাবলিক কোম্পানির পদে তিনি থাকতে পারবেন না নির্দেশ দিয়েছিল সেবি।
এবার সেই নির্দেশ মেনেই রিলায়েন্স পাওয়ার ও রিলায়েন্স ইনফ্রাস্টাকচারের ডিরেক্টর পদ ছাড়লেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। সম্প্রতি সেবি নির্দেশ দিয়েছিল, তাদের তালিকভুক্ত কোনও সংস্থার পদে থাকতে পারবেন না অনিল। সেই মতোই শুক্রবার দুটি সংস্থা থেকেই পদত্যাগ করেছেন শিল্পপতি মুকেশ আম্বানির ভাই। প্রসঙ্গত, গতকালই এই বিষয়ে বিএসই-র ফাইলিংয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে রিলায়েন্স ইনফ্রাস্টাকচার। সেখানে বলা হয়, ‘কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর অনিল আম্বানি সেবির অন্তর্বর্তী নির্দেশ মেনে রিলায়েন্স ইনফ্রাস্টাকচারের বোর্ড থেকে পদত্যাগ করেছেন।’ একইভাবে স্টক এক্সচেঞ্জের ফাইলিংয়েও রিলায়েন্স পাওয়ারও জানিয়েছে, সেবির নির্দেশ মতো পদত্যাগ করেছেন অনিল।
