গত ১৮ ফেব্রুয়ারির রাতে ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাক পরিহিত একজন-সহ মোট চারজন এদিন ছাত্রনেতার বাড়িতে যায় বলে দাবি। আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় চারদিক। সেই চ্যাপ্টার এখনও ক্লোজ হয়নি। এই পরিস্থিতিতে আনিসের বাড়িতে হাজির হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়।
কেন হঠাৎ এই সাক্ষাৎ? সূত্রের খবর, আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর বাবা সালেম খানকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সালেমকে নবান্নে ডেকেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতা থাকায় যেতে পারেননি। এবার শুক্রবার দুপুরে পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়কে সঙ্গে নিয়ে আমতায় আনিসের বাড়িতে যান ফিরহাদ হাকিম।
সেখানে গিয়ে প্রয়াত ছাত্রনেতার বাবা ও তাঁর দাদার সঙ্গে কথা বলেন তাঁরা। আনিসের মৃত্যুতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত করার নির্দেশ দেন। সিট আমতা থানার এক হোমগার্ড এবং এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে।
আমতা থানার তৎকালীন ওসিকে ক্লোজ করা হয়। তারপর গত ১৬ মার্চ কলকাতা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দেয় সিট। ধৃতদের ‘টিআই প্যারেড’ করানো হয়েছে। হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করে।