রামপুরহাট কাণ্ডে নিজেদের রাজনৈতিক চরিতার্থ করতে অতি সক্রিয়তা দেখাচ্ছে বিজেপি। এই ভাষাতেই গেরুয়া শিবিরের সমালোচনা করল অখিল ভারত হিন্দু মহাসভা। একটি বিবৃতি জারি করে বিজেপিকে এমন ভূমিকা থেকে সরে আসার কথাও বলেছে তারা।
অখিল ভারত হিন্দু মহাসভা জানিয়েছে, স্বাধীনতা পরবর্তী সরকার থেকে বাম সরকারের আমল পর্যন্ত অসংখ্য হিন্দু পরিবার খুন হয়েছে। রাজ্যে বহু হিন্দু তাঁদের হয়ে কখনও আন্দোলনে নামেনি বিজেপি। সেসব নিয়ে বিজেপি নীরব। এই সূত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর নাম পদ্মভূষণের জন্য নির্বাচিত হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন হিন্দু মহাসভার রাজ্য কার্যকরি সভাপতি চন্দ্রচূড় গোস্বামী।
এমনকী, একুশের নির্বাচনে হিন্দুদের ভাবাবেগকে বঞ্চিত করে বামেদের বি-টিম হয়ে এ রাজ্যে লড়াই করেছে বলেও তোপ দেগেছেন তিনি। এমন অবস্থায় আচমকা বগটুইয়ের মতো স্পর্শকাতর একটি ঘটনা নিয়ে উসকানি দিতে রাজ্য বিজেপি কেন অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে হিন্দু মহাসভা।
