চা-বিস্কুট নয়, ল্যাংচাতেই রসনাতৃপ্তি হয়েছিল বিজেপির প্রতিনিধি দলের। এমনই দাবি করলেন ‘সেই দোকান’-এর মালিক এবং কর্মী। তালিকায় জুড়ল মালপোয়া, মিহিদানা, সীতাভোগও!
রামপুরহাটের বগটুইতে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই বিজেপির একটি প্রতিনিধি দল নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রওনা দেয় সংশ্লিষ্ট গ্রামের উদ্দেশ্যে। কিন্তু, মাঝপথে ‘জলখাবার’ খেতে থামে তাঁদের বাস। অভিযোগ ওঠে, এদিন শুধু চা-বিস্কুট নয়, ল্যাংচাতেও মনোনিবেশ করেছিলেন গেরুয়া শিবিরের নেতারা। কিন্তু, এই অভিযোগের পাল্টা কার্যত ফুঁসে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রতিনিধি দলের সদস্যরা শুধুমাত্র চা এবং বিস্কুট খেয়েছিলেন মাত্র।
কিন্তু, সম্পূর্ণ অন্য দাবি করলেন ওই দোকানের মালিক। বিজেপির প্রতিনিধি দল যে দোকানটিতে দাঁড়িয়েছিল তার নাম ‘ল্যাংচা নগর’। এই দোকানের এক কর্মী সুদীপ পাল বলেন, ‘বেলা ১২টার দিকে তাঁরা এসেছিলেন। কয়েকজন ল্যাংচা খেয়েছেন। বেশিরভাগজন চা খান ওই দিন। পাশাপাশি সীতাভোগ-মিহিদানাও খেয়েছিলেন অনেকেই’।
সব মিলিয়ে বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা দশ টাকা দামের ৫৯টি ল্যাংচা, ৬ প্লেট সীতাভোগ এবং ৪৬ কাপ চা খেয়েছেন বলেও জানান তিনি। এছাড়াও গাড়ির চালকরা লুচি তরকারি খেয়েছেন বলেও জানান সুদীপ। তাঁর কথায়, ‘ওঁদের মোট বিল হয়েছিল ১২৬০ টাকা’।