এবার গোটা বাংলা থেকে বোমা, অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে পুলিশকে কঠোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বগটুইয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তার পর সেখানে দাঁড়িয়েই তিনি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দিকে তাকিয়ে বলেন, ‘সারা বাংলায় তল্লাশি চালিয়ে, যত বোমা ও যন্ত্রপাতি রয়েছে তা উদ্ধার করতে হবে। পুলিশকে এ জন্য কঠোর হতে হবে। কাউকে রেয়াত করলে চলবে না।’ বগটুইয়ে দাঁড়িয়ে তাঁর স্পষ্ট বার্তা, ‘আর কোনও রকম অশান্তি বরদাস্ত করবে না রাজ্য।’ জানা গিয়েছে, ইতিমধ্যেই ডিজি জেলা পুলিশ সুপারদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেছেন। যেখানে আগামী ১০ দিন রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বোমা, বন্দুক-সহ বেআইনি অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই চলবে অভিযান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে রামপুরহাটের বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর কথায়, ‘রামপুরহাটের এসডিপিও, আইসি, ডিআইবি তাঁদের দায়িত্ব পালন করেনি। ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে।’ তিনি আরও বলেন, “সঙ্গে সঙ্গে পুলিশ গেলে এই ঘটনা এড়ানো যেত। যাঁরা জেনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছিল। এমনকী, একাধিক খুনের খবরও সামনে এসেছে। এমন পরিস্থিতি কড়া বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতার সাফ কথা, ‘আর কোনও রকম অশান্তি বরদাস্ত করব না। কড়া ব্যবস্থা নিতে হবে পুলিশকে। যাঁরা পারবেন না তাঁদের পুলিশে থাকার প্রয়োজন নেই।’