বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে স্বজনহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে সামনে পেয়ে কেঁদে ফেলেন নিহতদের পরিবারের সদস্যরা। এরই মধ্যে জ্ঞান হারান এক প্রৌঢ়। আর তারপরেই অভিভাবকের মতো প্রৌঢ়ের মাথায় জল দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
প্রসঙ্গত, বুধবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বৃহস্পতিবার বগটুই গ্রামে যাবেন তিনি। কথা বলবেন স্বজনহারাদের পরিবারের সঙ্গে। সেই মতো এদিন বেলা ১২ নাগাদ ডুমুরজলা থেকে বিমানে রামপুরহাটের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী। রামপুরহাটে নেমে সেখান থেকে সড়ক পথে অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে বগটুই গ্রামে পৌঁছন মমতা। তাঁকে কাছে পেয়েই কান্নায় ভেঙে পড়েন মিহিলাল থেকে শুরু করে বগটুই গ্রামের বাসিন্দারা। ঠিক কী হয়েছিল সেই রাতে? মুখ্যমন্ত্রীর কাছে সেদিনের বিবরণ দেন সকলে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ে অসুস্থ হয়ে পড়েন এক পৌঢ়। সঙ্গে সঙ্গে নিজে হাতে তাঁর মাথায় জল দেন মমতা। তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরও বেশ কিছুক্ষণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতার উপস্থিতিতেই শান্ত হয়ে যায় বগটুই। তিনি তদন্তকারীদের কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আশ্বাস দেন স্বজনহারাদের পাশে থাকার। ঘটনাস্থল থেকেই ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির জন্য প্রথমে ১ লক্ষ টাকা করে দেন। পরবর্তীতে তা বাড়িয়ে ২ লক্ষ করেন। পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয় আরও ৫ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর কোটায় সরকারি চাকরির আশ্বাসও দেন তিনি।