সদ্যই পাঞ্জাবে ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি। এই আবহেই দিল্লীতে তিনটি পুরসভার নির্বাচন রয়েছে। উত্তর, পূর্ব ও দক্ষিণে। সেই নির্বাচনেই কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, যদি এই পুর নির্বাচনে বিজেপি জিততে পারে, তা হলে রাজনীতি থেকে বিদায় নেবে আপ।
আপ ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বিরোধ। আম আদমি পার্টির সুপ্রিম তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ‘বিজেপির ক্ষমতা থাকে তো তারা পুর নিগম জিতে দেখাক।’ কেজরিওয়ালের আরও হুঁশিয়ারি, ‘বিজেপি যদি দিল্লী পুরনিগম দখল করতে পারে তাহলে আম আদমি পার্টি রাজনীতির ময়দান থেকেই সরে যাবে।’
আপ নিশানা করেছে রাজ্য নির্বাচন কমিশনকেও। তিনি বলেন, কমিশন ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েও শেষে পিছিয়ে দিল নির্বাচন। গণতন্ত্রে এমন নজির কমই আছে। একটা রাজনৈতিক দলের স্বার্থে ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। তবু বিজেপি জিততে পারবে না, চ্যালেঞ্জ করছি।
দিল্লীর পুর নিগমের ভোট পিছিয়ে দিয়েছে সেখানকার রাজ্য নির্বাচন কমিশন। এমাসের গোড়ায় ভোটের নির্ঘণ্ট প্রকাশের জন্য সাংবাদিক সম্মেলন ডেকেও তা স্থগিত করে দেয় তারা। আর দিন দুই আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লীর তিন পুর নিগমকে একত্রিত করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। তারপরেই এই পরিস্থিতি।