এবার তামিলনাড়ুতে লজ্জা। সেখানের বিরুধুনগর জেলায় ২২ বছর বয়সী এক দলিত মহিলাকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠল ৮ জনের বিরুদ্ধে। পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, দীর্ঘ ছ’মাস ধরে একাধিকবার ধর্ষণ করা হয়েছে ওই মহিলাকে। যদি কোনও ভাবে ধর্ষণ আটাকাতে চান ওই মহিলা, তাহলে তাঁর ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেয় অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আটজনকেই গ্রেফতার করা হয়েছে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে।
ঘটনার মূল অভিযুক্ত হরিহরণের সঙ্গে আগেই দেখা হয়েছিল নির্যাতিতার। নিজের বাড়ির কাছে একটি গোডাউনে নির্যাতিতার পরিচয় হয়েছিল অভিযুক্তের সঙ্গে। তার পর তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হয় হরিহরণের। সেই সম্পর্কের সময় নানারকম অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিয়ো রেকর্ডিং করে হরিহরণ। সেই ভিডিয়ো তুলে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ভয় দেখানো হয় ওই নির্যাতিতাকে, এবং সেই ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়। তার পর বিরুধুনগর থানায় একটি পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে দুজন নাবালকও রয়েছে। আর বাকি অভিযুক্তরা ডিএমকে-এর সদস্য বলেও দাবি করা হয়েছে।
