রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সেখানে তিনি যাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবারই তাঁর যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এদিন সেখানে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা যাওয়ায় তিনি বৃহস্পতিবার যাবেন। একই সঙ্গে মমতা বলেছেন, ‘অ্যাকশন হবে। কেউ ছাড় পাবে না’।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবা ভাতা প্রদানের একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানেই রাম পুরহাটের প্রসঙ্গ তোলেন তিনি। মমতা বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। সঙ্গে সঙ্গে ওসি, এডিপিও-কে সরিয়ে দিয়েছি। অন্তত পঞ্চাশ বার রামপুরহাটে ফোন করেছি। আমরা সিট গঠন করেছি। ডিজি আছেন। ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডলরা গিয়েছিলেন। আমিও কাল যাব। কিন্তু আজ কিছু দল ল্যাংচা খেতে খেতে ল্যাংচাতে ল্যাংচাতে ওখানে যাচ্ছেন’।
এরপরই উত্তর প্রদেশের হাথরস, উন্নাওয়ের প্রসঙ্গ টেনে আনেন মমতা। রামপুরহাটের ঘটনার সঙ্গে তুলনা করে বলেন, ‘হাথরসে আমিও প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, ঢুকতে দেয়নি। আমরা সবাইকে অ্যালাউ করি। হাথরস, উন্নাও নিয়ে তো কিছু হয় না। এখানে তোমরা ঘটনা ঘটাবে, আর তারপর টিভি-তে বসে পড়বে। আমরা সবার বিচার করি। কাউকে ছাড়া হবে না’।
রাজ্যপাল জগদীপ ধনকরকে ‘লাট সাহেব’ বলে কটাক্ষ করেন মমতা। সরাসরি তোপ দেগে বলেন, ‘এখানে বসে রয়েছেন একজন লাটসাহেব। কথায় কথায় বলছে সবচেয়ে খারাপ বাংলা। প্রতিদিন সরকারকে গালাগাল দিচ্ছে’। ফের বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে বলেন, ‘একটা ঘটনা ঘটেছে তার নিন্দা করি। এখানের থেকে অনেক বেশি ঘটনা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ,বিহার, রাজস্থানে হয়। এখানে রঙ না দেখে অ্যাকশন নেওয়া হবে’।