তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লীর ইডি দফতরে ডেকে ৯ ঘণ্টা জেরা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সারদা মামলায় তাঁর নাম জড়ানো নিয়েও মুখ খুলেছেন তিনি।
অভিষেককে ইডির তলবের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তৃণমূলের মুখপাত্র জানান, ‘ক্যামেরায় ছবি দেখা গেছে, নারদে টাকা নিয়েছেন। সুদীপ্ত সেনের চিঠিতে শুভেন্দুর নাম রয়েছে। কিন্তু কই তাঁকে তো ডাকা হচ্ছে না।’ তাঁর কথায়, ‘বিজেপিতে যদি কেউ চলে যায়, তাহলে তদন্ত অ্যাভয়েড করা যায়। কিন্তু যে বিজেপির বিরোধিতা করবে, তাঁকে ডাকা হবে। এটা মানুষ এখন স্পষ্ট দেখতে পাচ্ছে।’
বিজেপিকে তোপ দেগেই তৃণমূলের মুখপাত্র জানান, বিজেপি হার হজম করতে না পেরে এখন প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে। একইসঙ্গে সারদা মামলায় নিজের নাম জড়ানো নিয়ে বলতে গিয়ে তৃণমূলের মুখপাত্র জানান, ‘অভিযোগ করা হচ্ছে সারদার টাকা নিয়ে আমি নাকি ১ মাস লাস ভেগাসে ছিলাম। কিন্তু আমি কোনওদিন আমেরিকাই যাইনি। আমেরিকা আমার মাসীর বাড়ি নয়। পাসপোর্টটা একবার দেখবেন না!’
এর আগে অভিষেকও দিল্লীর ইডির দফতর থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকেই নিশানা করেছিলেন। তাঁর কথায়, ‘যাদের বিরুদ্ধে সারদা কর্ণধার লিখিত অভিযোগ করেছেন, কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, তাঁদের কবার ডাকা হয়েছে? চুরিও করবে আর ট্যাক্স পেয়ারদের টাকায় সিকিউরিটি নিয়েও ঘুরবে।’