রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক দ্বন্দ্ব নেই, জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এই শীর্ষ কর্তা। রামপুরহাটে মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডিজি। একটি বাড়ি থেকেই ৭টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এদিন বলেন, ‘প্রায় ৭-৮টা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি বাড়ি থেকে ৭টি দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। মোট ৮ জনের দেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে’।
ডিজি মনোজ মালব্য বলেন, ‘খুনের ১ ঘণ্টার মধ্যেই এই ঘটনা। বাড়িতে আগুন লাগানো শুরু। কী কারণে আগুন লাগানো হল তা খতিয়ে দেখা হচ্ছে। লোকেরা উত্তেজিত হয়ে আগুন ধরালেন না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা দেখা হচ্ছে। এসডিপিও রামপুরহাটকে সরানো হয়েছে। ব্যক্তিগত শত্রুতা থেকে আগুন লাগানোর ঘটনা হতে পারে। তবে এই ঘটনায় রাজনৈতিক দ্বন্দ্ব নেই’।