আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’। তবে পশ্চিমবঙ্গে প্রত্যক্ষভাবে প্রভাব পড়বে। বরং আগামী কয়েকদিন ভালোমতোই গরম মালুম হবে পশ্চিমবঙ্গে।
উত্তরবঙ্গেও আবহাওয়ার তেমন হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার-পাঁচদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি এক থাকবে। তবে তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি বেশি থাকবে।
সোমবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বর্ষণের সম্ভাবনা আছে। সেইসঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টিপাত হতে পারে।
আগামী চার-পাঁচদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি বেশি থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। শুধুমাত্র মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।
সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’-র জেরে মঙ্গলবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের আগামিকাল উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াম থাকতে পারে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।