বিগত দশ মাসের চেষ্টায় এবার নকল রেশন কার্ড, মৃত ব্যক্তিদের রেশন কার্ড মিলিয়ে প্রায় ৫০ লক্ষ রেশন কার্ড চিহ্নিত করল রাজ্য খাদ্য দফতর। সেগুলিকে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, কয়েক মাস আগের প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী জাল, অস্তিত্বহীন রেশন কার্ডগুলিকে চিহ্নিত করার নির্দেশ দেন। যদিও এই ব্লক করা রেশন কার্ডের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মত খাদ্য দফতরের আধিকারিকদের। এর জেরে বিপুল পরিমাণ অর্থও সাশ্রয় হচ্ছে রাজ্য খাদ্য দফতরের।
এর পাশাপাশি, প্রতিটি পরিবার কত প্রতি মাসে রেশন পাবে তা জানানোর জন্য এসএমএস পরিষেবা শুরু করল রাজ্য খাদ্য দফতর। যাঁদের মোবাইল নম্বর নথিভুক্ত আছে, তাঁদের মোবাইলে মাসের শুরুতেই এসএমএস চলে যাচ্ছে সেই পরিবারের প্রতি মাসে কত রেশন পাবে। এক কোটি ৭০ লক্ষেরও বেশি উপভোক্তা এই এসএমএস এর মাধ্যমেই বিস্তারিত তথ্য জানতে পারছেন বলে খাদ্য দফতর সূত্রে খবর। দুয়ারে রেশন বা ডিলারের কাছে গিয়ে যাতে কোনও ভাবে না ঠকে যান কেউ, তার জন্যই চলতি মাস থেকে এই পরিষেবা শুরু করা হয়েছে।
