রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা ডোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়া ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল, যুদ্ধ অবশ্যম্ভাবী। অবশেষে সমস্ত আশঙ্কাকে সত্যি করে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে মস্কো। প্রায় ৪ সপ্তাহ ধরে ইউক্রেনের মাটিতে রাশিয়ার মিলিটারি অপারেশন চলছে। আর এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আঁচ পড়েছে গোটা বিশ্বজুড়েই। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম হয়েছে চড়া। ফলে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। শনিবার আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম রয়েছে ১০৭.৯৩ টাকা। যা বিপদঘণ্টি বাজাচ্ছে জ্বালানির দামেও। চলতি সপ্তাহেই অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের নীচে চলে গিয়েছিল। তখন কিছুটা আশার আলো দেখা গেলেও, শুক্রবারই ফের দাম ওঠে ১০৯ ডলারের বেশিতে। নিঃসন্দেহে এর কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরু করতেই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের গণ্ডি পার করেছিল। ফলে বিশ্বের সব জ্বালানি আমদানিকারী দেশেই লাফিয়ে দাম বৃদ্ধি ঘটে। গত আট বছরের রেকর্ড ভেঙে ১৩০ ডলার পেরিয়ে গিয়েছিল। পরে যদিও সেই দাম কিছুটা নেমেছে। কিন্তু তা মোটেই স্বস্তিদায়ক না। কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ১০৪.৬৭ টাকা। পাশাপাশি ডিজেলের দাম রয়েছে ৮৯.৭৯ টাকা প্রতি লিটার। দিল্লীতে পেট্রোলের দাম রয়েছে ৯৫.৪১ টাকা প্রতি লিটার। পাশাপাশি, ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৮৬.৭৬ টাকা। দেশের মধ্যে পেট্রল-ডিজেলের দাম সবচেয়ে বেশি রয়েছে মুম্বইতে। এই শহরে পেট্রলের দাম রয়েছে ১০৯.৯০ টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৯৪.১৪ টাকা। চেন্নাইতে পেট্রোলের লিটার প্রতি দাম রয়েছে ১০১.৪০ টাকা। পাশাপাশি ডিজেলের দর রয়েছে ৯১.৪৩ টাকা।
