‘কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন খোদ বিহারের এনডিএ জোট শরিক নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। তাঁর অভিযোগ, ‘দ্য কাশ্মীর ফাইলস্’ নির্মাতাদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের যোগ থাকতে পারে।
জিতনের বিস্ফোরক অভিযোগ, আটের দশকের শেষের এই ঘটনা নিয়ে ছবি বানিয়ে আদতে কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে ভয় জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। এই ছবির পিছনে সন্ত্রাসবাদী সংগঠনের ষড়যন্ত্রও থাকতে পারে। তিনি বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস্’ এই ছবির উদ্দেশ্য হতে পারে কাশ্মীরি পণ্ডিতদের মনে ভয় জাগানো,যাতে তাঁরা আর পিতৃভূমিতে ফিরে না যান।’
শুক্রবার টুইটারে জিতন দাবি করেন, ছবির পরিচালক-সহ প্রত্যেক কলাকুশলীর সঙ্গে কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সম্পর্ক রয়েছে কি না তা তদন্ত করে দেখা উচিত।
বিহার, উত্তরপ্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ‘দ্য কাশ্মীর ফাইল্স’ সিনেমাকে করমুক্ত করা হয়েছে। অসম সরকার আরও এক পা এগিয়ে ঘোষণা করেছে, সরকারি কর্মীরা এই ছবি দেখতে গেলে অর্ধ দিবস ছুটিও পাবেন। সিনেমার প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনেক বছর ধরে চেপে রাখা সত্যের প্রকাশ ঘটেছে। তিনি মন্তব্য করেছেন, এমন সিনেমা আরও তৈরি হওয়া প্রয়োজন।