কোনও রাজ্যে পুলিশ কমিশনারেটের সংখ্যার নিরিখে গোটা দেশে বাংলা যুগ্মভাবে তৃতীয়। শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে পুলিশ কমিশনারেটের সংখ্যা ১১টি। দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা রাজ্য। সদ্য গঠিত এই রাজ্যে মোট ৯টি কমিশনারেট গঠিত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদের দুই কক্ষে পেশ করা হোম স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।
এমনিতে দেশের কোনও শহরের জনসংখ্যা দশ লাখের বেশী হলেই সেখানে পুলিশ কমিশনারেট তৈরির সুপারিশ করেছিল কমিটি। এই সুপারিশকে মাথায় রেখেই, ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ছ’টি পুলিশ কমিশনারেট তৈরি করেন। বর্তমানে এরাজ্যে পুলিশ কমিশনারেটের সংখ্যা ৭টি। গোটা দেশের নিরিখে বাংলা তামিলনাড়ুর সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে। আগামী দিনে হলদিয়ার মতো শিল্প শহরে নতুন পুলিশ কমিশনারেট তৈরির প্রস্তাব বিবেচনাধীন।
সেদিক থেকে বিচার করলে, এটা তৃণমূল সরকারের সাফল্য হিসেবে গন্য করতে হয়। কেননা, ৩৪ বছরের বাম শাসনে একটিও পুলিশ কমিশনারেট তৈরি করতে পারেনি তৎকালীন সরকার। যদিও এরাজ্যে সদ্য তৈরি পুলিস কমিশনারেটেগুলিতে পরিকাঠামো, গোয়েন্দা বিভাগ এবং ট্রাফিকের মতো শাখা দক্ষ পুলিসকর্মীর অপ্রতুলতা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।
তবে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে গুজরাতে পুলিশ কমিশনারেটের সংখ্যা চারটি। এই রাজ্যের আমেদাবাদ, ভদোদরা, সুরাত এবং রাজকোটে পুলিস কমিশনারেট রয়েছে। পাশাপাশি, কর্নাটকে পুলিস কমিশনারেটের সংখ্যা ছ’টি। কিন্তু যোগীর রাজ্য উত্তরপ্রদেশে একটিও পুলিশ কমিশনারেট নেই। পুলিশ কমিশনারেট নেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে।