২০১৭ সালে গোরক্ষপুর বিআরডি মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে ৬৩ শিশুর মৃত্যুতে সমালোচনার মুখে পড়ে তাঁর ঘাড়েই দোষ চাপিয়েছিল যোগী সরকার।এবার গোরক্ষপুরের সরকারি হাসপাতালের নির্বাসিত সেই শিশু চিকিৎসক ডা. কাফিল খানকে উত্তরপ্রদেশের আসন্ন বিধান পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করল সমাজবাদী পার্টি। দেওরিয়া-কুশীনগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাফিল।
প্রসঙ্গত, আগামী ৯ এপ্রিল হবে ভোট গ্রহণ। গণনা ১২ এপ্রিল। সেখানে সপার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৮ জন। মঙ্গলবার লখনউয়ে সপা প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন কাফিল খান। তাঁর হাতে গোরক্ষপুর হাসপাতালে মর্মান্তিক শিশুমৃত্যু সংক্রান্ত নথি তুলে দেওয়ার কথা টুইট করে জানান ওই চিকিৎসক। তারপরই সপার তরফে জানিয়ে দেওয়া হয়, বিধান পরিষদের জন্য কাফিল তাঁদের প্রার্থী হচ্ছেন। বস্তুত, এতদিন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন বক্তব্যে যোগী-মোদির বিরোধিতা করলেও কাফিল খান সক্রিয় রাজনীতিতে এই প্রথম সরাসরি অংশগ্রহণ করবেন।
