এবার কৃষ্ণনগর জেলা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতালের সুপারকে বদলি করল রাজ্য স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার এসিএমওএইচ, সুপার, ডেপুটি সুপার-সহ বিভিন্ন পদে বদলির নির্দেশিকা জারি হয়েছে। তাতে কৃষ্ণনগরের সুপার সোমনাথ ভট্টাচার্যকে বাঁকুড়ার কুষ্ঠ আধিকারিক পদে এবং বারুইপুরের সুপার ঈশ্বর চট্টোপাধ্যায়কে রামপুরহাট মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার পদে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি দুর্ঘটনায় দু’টি পা জখম হওয়া বৃদ্ধকে কলকাতায় রেফার করে দেয় কৃষ্ণনগর জেলা হাসপাতাল। শেষমেশ চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় বৃদ্ধের। তদন্ত শুরু হয়। দপ্তর দেখে কৃষ্ণনগরের হাসপাতালে ৬ জন অস্থি শল্য চিকিৎসক থাকলেও, তাঁদের এক দিন করে ডিউটি দেওয়া হত। অভিযোগ, দীর্ঘদিন ধরেই কাজ করার ক্ষেত্রে অনিয়ম চলছিল। আবার মাসচারেক আগে বারুইপুর হাসপাতালে গিয়ে পরিষেবা সংক্রান্ত বিষয়ে সতর্ক করে আসেন খোদ স্বাস্থ্য সচিব, স্পিকার তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়েরা। কিন্তু তারপরেও ঠিক মতো ডিউটি রস্টার না বানানো, কাজ না করায় মদত চলতে থাকে। সম্প্রতি স্বাস্থ্যভবনের নাম করে চিকিৎসকদের হোয়াটসঅ্যাপ লোকেশন পাঠানোর নির্দেশিকা জারি করেন ঈশ্বরবাবু। বিষয়টি ভালভাবে নেয়নি দফতর। শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হল।
