মেলায় ঘুরে আনন্দ করে ফুচকা খেয়েছিলেন বহু মানুষ। কে জানত, তা খেয়েই পেটের এমন অবস্থা হবে! গতকাল, বৃহস্পতিবার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর গ্রামের এই ঘটনায় সক্রিয় হয়েছে মেডিক্যাল টিম।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ফুচকার জল থেকে বিষক্রিয়া হয়ে আক্রান্ত হয়েছেন সকলে। কিন্তু ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন তাঁরা। চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন সকলেই। ইতিমধ্যেই বাদুড়িয়ার বিডিও এই ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। গ্রামে মেডিকেল টিমেরও ব্যবস্থা করেছেন তিনিই।
একটি ধর্মীয় মেলা অনুষ্ঠিত হচ্ছিল গ্রামে। সেখানেই ফুচকার আসর বসেছিল। বাগজোলা, জঙ্গলপুর, রুদ্রপুর-সহ বেশ কয়েকটি গ্রাম থেকে বহু মানুষ এসেছিলেন, তাঁরা ভিড় করে ফুচকা খেয়েছেন। তার পরেই শিশু, মহিলা, পুরুষ মিলিয়ে ২০০ জনেরও বেশি মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছেন!
জানা গেছে, প্রথমে বমি, মাথার যন্ত্রণা, জ্বর নিয়ে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থদের। শারীরিক অবনতি হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। বাকিদের জন্য গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম, চিকিৎসা চলছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে মেলায় আসা গ্রামবাসীরা।