গত বছরের বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের স্মৃতি এখনও ভোলেননি কেউ। এমনকি তার আগের বছরের আমফান নিয়েও এখনও যথেষ্ট আতঙ্ক রয়েছে অনেকের মনেই। এর মধ্যেই এসে গেল এ বছরের প্রথম ঘূর্ণিঝড়। জানা গেছে, অশনি নামের এই নতুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে আগামী ২১ মার্চ। মরশুসুমের গোড়াতেই এই ঘূর্ণিঝড়ের খবরে সতর্ক হয়েছে আবহাওয়া দফতর।
ক্রমে এটি বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলের দিকে এগোবে, স্থলভাগে পৌঁছে যাবে মঙ্গলবার ২২ তারিখ সকালে। তবে আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর-দক্ষিণ সর্বত্র। দিন ও রাতের তাপমাত্রাতেও খুব একটা হেরফের হবে না।
এই সময়ে মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান, সে বিষয়ে জারি করা হয়েছে সতর্কতা। আন্দামানে ৯০ কিলোমিটার বেগে ঝড়টি আছড়ে পড়ার পরে তার গতিবেগ ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে বলে আশঙ্কা। আন্দামান থেকে ২৩ মার্চ সেটি ধেয়ে যাবে বাংলাদেশ এবং মায়ানমারে। দুই দেশেই ক্ষতি হতে পারে।
বৃহস্পতিবার বিকেলে মৌসম ভবনের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আন্দামানের আরও কাছাকাছি এসে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে শনিবার সকালে। তার গতি থাকবে উত্তর ও উত্তরপূর্ব দিকে।
আন্দামানের উপর দিয়ে এই নিম্নচাপ বয়ে যাবে উত্তরে। ২০ মার্চ রবিবার সকালের মধ্যে এটি ঘূর্ণাবর্তে পরিণত হবে বলে জানিয়েছে মৌসম ভবন। তাদের পূর্বাভাস, ২১ মার্চ সোমবারের মধ্যে জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘অশনি’। এরপর ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে টানা উত্তর ও উত্তরপূর্বে।