সাংবাদিক সম্মলনে এসেই গেরুয়া শিবিরকে তোপ দাগলেন অখিলেশ। প্রশ্ন তুললেন, ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে যদি ছবি হতে পারে, তবে লখিমপুর ফাইলস নিয়ে হবে না কেন?
উত্তরপ্রদেশের লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ ছিল সমাজবাদী পার্টি ও বিজেপি। অখিলেশের প্রচারে বিপুল জনসমাগম দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বাজিমাত করে গেরুয়া শিবির। তারা রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে ২৫৫টি জিতে নেয়। অন্যদিকে ‘সপা’ পায় ১১১টি আসন। ভোটে হারের পর এদিনই প্রথম উত্তরপ্রদেশের সীতাপুরে সাংবাদিকদের মুখোমুখি হন অখিলেশ। সেখানে ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্য করতে গিয়ে লখিমপুর কাণ্ডকে টেনে আনেন তিনি।
অখিলেশ বলেন, ‘কাশ্মীর ফাইলসের মতো লখিমপুর ফাইলস নিয়েও সিনেমা হতে পারে। কেন হবে না? সেদিন একধিক কৃষককে জিপের চাকায় পিষে মারা হয়েছিল’। উল্লেখ্য, গত বছর ৩ অক্টোবরে লখিমপুরের ঘটনাটি ঘটে। চলন্ত জিপের চাকায় কৃষকদের পিষে মারার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ৪ জন কৃষক ও এক সাংবাদিকের।
এদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘কাশ্মীর ফাইলসে’র কর মকুব করা হয়েছে। সিনেমার কর মকুব নিয়ে বুধবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল কেন্দ্রকে কটাক্ষ করেন। রাজ্যের এক বিজেপি নেতার প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কাশ্মীর ফাইলস দেখুন। কেন্দ্রও তো কর পায়। ছবিটিকে সারা দেশেই করমুক্ত করে দিক কেন্দ্র’।