সম্প্রতি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গত ৭ই মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক। মোটের উপর এবার নির্বিঘ্নেই শেষ হয়েছে পরীক্ষা। ছাত্রছাত্রীদের কাছে জীবনের অন্যতম বড় পরীক্ষা এটাই। এবার টানা কিছুদিনের ছুটি। একটু জিরিয়ে নেওয়ার পালা। সামনের বছরগুলোর জন্য তৈরি হতে হবে। কিন্তু এসবের মধ্যেই একটা চাপা উদ্বেগ তো থেকেই যায়। মাধ্যমিকে ফলাফল কবে প্রকাশিত হবে? এবার এনিয়ে জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করব।”
প্রসঙ্গত, নিয়ম মেনে নির্দিষ্ট সময়কালের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে এবার। এনিয়ে নিশ্চয়তা দিলেন খোদ পর্ষদ সভাপতি। এদিকে এবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষের কিছু বেশি। তবে কতজন পরীক্ষার্থী বাস্তবে মাধ্যমিক দিয়েছেন তা নিয়ে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এনিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন যেদিন ফলাফল প্রকাশিত হবে সেদিনই এব্যাপারে জানিয়ে দেওয়া হবে। এদিকে এবার ইতিহাসের প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে পর্ষদ সভাপতি এই দাবি মানতে চাননি। তবে গাইডলাইন মেনে যাতে খাতা দেখা হয়, মূল্যায়ন করা হয় ও নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে খাতা দেখা হয়, সে বিষয়টি সুনিশ্চিত করছে পর্ষদ।