কসবার বোসপুকুরে একটি বহুতলে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন। এদিন বহুতলের মধ্যে আটকে পড়েন তিন জন। নিমিষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ বোসপুকুরের একটি চারতলা বাড়ির তিনতলায় একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন লাগে। ওই অফিস থেকে নির্গত হতে থাকে কালো ধোঁয়া। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।
অতীতে ঘিঞ্জি বাজারগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় সংশ্লিষ্ট বাজারগুলিতে পৌঁছতে বিস্তর বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের। কারণ সেই ফুটপাথ দখল, রাস্তার উপর মাচা তৈরি করে অস্থায়ী দোকান তৈরি।
শহরের সমস্ত বহুতল এবং বাজারগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ম মোতাবেক রয়েছে কিনা তা জানার জন্য দমকল দফতরের তরফে একটি অভিযান করার পরিকল্পনা করা হয়েছিল। নির্দিষ্ট নিয়ম মোতাবেক অগ্নিনির্বাপনেপ ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছিল।
এদিকে বহুতলের উপরের তলায় একটি পার্লার রয়েছে। সেখানেই আটকে পড়েন তিনজন। তাঁদের উদ্ধারকার্যে তৎপরতার সঙ্গে কাজ করেন দমকল কর্মীরা। দমকল বাহিনীর তৎপরতায় উদ্ধার হয় ওই আটকে পড়া তিন ব্যক্তি। পুরো ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত তাঁরা। এক প্রত্যক্ষদর্শী জানান, আচমকা তাঁরা ওই বহুতলের তিনতলা থেকে ধোঁয়া নির্গত হতে দেখেন। বিপদের আভাস পান তাঁরা। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা।
উল্লেখ্য, বিগত কয়েক মাসে শহরে একাধিক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধু বহুতল নয়, শহরের বস্তি, ঘিঞ্জি অঞ্চলগুলিতে যাতে কোনোভাবেই তার খোলা না থাকে সেদিকে প্রশাসনের তরফে দেওয়া হচ্ছিল অতিরিক্ত নজর। পাশাপাশি ঘিঞ্জি বাজার লাগোয়া এলাকাতে যাতে কোনওভাবেই ফুটপাথ ঘিরে ব্যবসা না করা হয় সেজন্য বারবার সচেতন করা হয়েছিল দমকলের পক্ষ থেকে।