এবছরের আইপিএল শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসনকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করল দিল্লী ক্যাপিটালস। কয়েক দিন আগেই অজিত আগরকরকে সহকারী কোচ ঘোষণা করেছিল দিল্লী। তাঁর সঙ্গে এ বার জুড়ে দেওয়া হল ওয়াটসনকে। শীঘ্রই তিনি ঋষভ পন্থদের শিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছে। গত কয়েক মরসুম থেকে দিল্লীর কোচ পন্টিং। আগেই সহকারী কোচ ছিলেন প্রবীণ আমরে। এ বার তাঁর সঙ্গে আগরকর ও ওয়াটসনকে নিযুক্ত করল তারা। দলের বোলিং কোচ জেমস হোপস। গত মরসুমে মেন্টর হিসেবে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফকে নিযুক্ত করেছিল তারা। তবে এ বার আর দলের সঙ্গে নেই তিনি।
এই নতুন দায়িত্ব পাওয়ার পরে ওয়াটসন জানিয়েছেন, “আইপিএল বিশ্বের সেরা টি-টোয়েন্টি প্রতিযোগিতা। প্রথমে রাজস্থান রয়্যালসের হয়ে শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএল জেতার অভিজ্ঞতা রয়েছে আমার। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে খুব ভাল সময় কাটিয়েছি। এ বার কোচিং করানোর সুযোগ পাচ্ছি। রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাব। ওর কাছে অনেক কিছু শিখতে পারব। তাই ভারতে যাওয়ার জন্য মুখিয়ে আছি।” অস্ট্রেলিয়ার হয়ে ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়াটসন। আইপিএলে তিনি মোট তিনটি দলের হয়ে খেলেছেন। তার মধ্যে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে এই প্রতিযোগিতা জেতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
