সদ্যই উত্তরপ্রদেশে দ্বিতীয়বারের জন্য সরকারে এসেছে বিজেপি। সেখানে হিন্দুত্বের তাসেই বাজিমাৎ করেছিল তারা। এবার তাদের লক্ষ্য গুজরাতের ভোট। চলতি বছরের শেষেই গুজরাতের বিধানসভার নির্বাচন। তাই তার আগে সেখানে হিন্দুত্বের জাগরণে নানা কর্মসূচী নিচ্ছে গেরুরা শিবির। এবার যেমন মোদী-শাহের রাজ্যে আয়োজিত হতে চলেছে হিন্দু ক্রিকেট টুর্নামেন্ট! হ্যাঁ, এটাই নাম টুর্নামেন্টের। ওই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শুধু হিন্দুরা। অর্থাৎ, অংশ নিতে চাওয়া ক্লাবগুলিকে নিশ্চিত করতে হবে দলের সব খেলোয়াড় হিন্দু।
আগামী মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে এমনই একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হতে চলেছে। গুজরাতের প্রথমসারির প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারের মধ্যে অন্যতম হল দুই ভাই ইউসুফ ও ইরফান পাঠান। কিন্তু মে মাসের ওই টুর্নামেন্টে ইউসুফ, ইরফানদের মতো কেউ অংশ নিতে পারবে না হিন্দু না হওয়ায়। এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক বিশ্ব হিন্দু পরিষদের গণ সংগঠন বজরং দল। সম্প্রতি গুজরাতে শেষ হয়েছে ওই সংগঠনের সদস্য বৃদ্ধি অভিযান। ২৬০০ তরুণকে ত্রিশূল দীক্ষা দেওয়া হয়েছে এই অভিযানে।
প্রসঙ্গত, গুজরাতে বছর কুড়ির বেশি ক্ষমতায় রয়েছে বিজেপি। ফলে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তো রয়েছেই। তার ওপর মোদী-শাহরা দিল্লী চলে আসার পর দলের ভারসাম্যও গিয়েছে বদলে। তিন তিনবার মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে সেখানে। এই পরিস্থিতিতে পুনরায় ক্ষমতায় ফেরার লক্ষ্যে আগেভাগেই সেখানে হিন্দুত্বের তাস খেলতে নেমে পড়ল গেরুয়া শিবির। আসলে নিজের রাজ্য দখলে না থাকলে লোকসভা নির্বাচনের লড়াইয়ে যে তিনি পিছিয়ে পড়বেন, জানেন প্রধানমন্ত্রী। তাই গুজরাতের ভোট নিয়ে এখন থেকেই সক্রিয় তিনি এবং তাঁর দল।