১৩ হাজার ৫০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করে দেশ ছেড়েছিলেন নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসি৷ সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এর মধ্যেই ফের একটি বড় অঙ্কের ব্যাঙ্ক জালিয়াতির শিকার হল তারা৷ এবার যে কোম্পানিটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জালিয়াতিতে জড়িত সেটি হল, আইএল অ্যান্ড এফএস তামিলনাড়ু।
রাষ্ট্রীয় মালিকানাধীন ঋণদাতা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তামিলনাড়ু আইএল অ্যান্ড এফএস তামিলনাড়ুর নন-পারফর্মিং অ্যাসেট অ্যাকাউন্টে ২০০০ কোটি টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রতারণার অভিযোগ এনেছে৷ যদিও ঘটনাটি ঘটেছে পিএনবির দিল্লী জোনাল অফিসের এক্সট্রা লার্জ কর্পোরেট শাখায়। ব্যাঙ্কের পক্ষ থেকে করা একটি ফাইলিংয়ে জানানো হয়েছে, ব্যাঙ্কের দ্বারা কোম্পানির অ্যাকাউন্টে আরবিআইয়ের কাছে ২০৬০.১৪ কোটি টাকার জালিয়াতির অভিযোগ করা হয়েছে৷ এই অভিযোগ এমন সময়ে এসেছে যখন ব্যাঙ্ক ইতিমধ্যেই নীরব মোদী কেলেঙ্কারির কুখ্যাত মামলার বিরুদ্ধে লড়াই করছে৷ পিএনবির পক্ষ থেকে আরও বলা হয় যে ব্যাঙ্ক ইতিমধ্যেই ৮২৪ কোটি টাকার উদ্ধার করেছে৷ নির্ধারিত প্রুডেনশিয়াল নিয়মের মাধ্যমে।
